Rajarhat, North Twenty Four Parganas | Sep 13, 2025
ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলো দক্ষিনেশ্বর স্টেশনে বাগবাজার স্কুলের ছাত্র মনোজিত যাদব খুনের মূল অভিযুক্ত রানা সিংকে। মৃতের সহপাঠী একাদশ শ্রেণির রানা সিংকে শুক্রবার রাতে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ ৷ রাতেই ধৃতকে দক্ষিণেশ্বর থানায় নিয়ে এসে দফায় দফায় জেরা করেন ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা ৷ দক্ষিনেশ্বর থানার পুলিশ সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ অভিযুক্তকে আদালতে পেশ করে। বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷