পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে মুখার্জি পরিবারে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ পূজো, দেড় ফুট উচ্চতা সম্পন্ন রুপোর গণেশ মূর্তিকে সোনার সাজে সাজানো হয় সোনার আংটি সোনার টিপ সহ ধুতি উত্তরীয় ফুলের মালা দিয়ে সুসজ্জিত করা হয় তার সাথে মাটির গণেশ মূর্তিও পূজিত হন এই পুজো এলাকার বহু মানুষ উপস্থিত হয় |এই পুজোর প্রসাদ হিসেবে থাকে থালা ভর্তি লাড্ডু লুচি আলু ভাজা কুমড়ো পটল ভাজা সহ বিভিন্ন ফল দিয়ে ডালি সাজানো হয়।