সুন্দরবনের চামটার জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের নিয়ে গেলএক মৎসজীবীকে ।নিখোঁজ মৎসজীবীর নাম চিরঞ্জিত মন্ডল।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।নিখোঁজ মৎসজীবীর বাড়ি গোসাবার কালিদাস পুরে।পরিবার সূত্রে খবর গত ৩১শে আগস্ট গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার কালিদাস পুরের বাসিন্দা চিরঞ্জিত মন্ডল সহ তিন জন মৎসজীবী সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল।মঙ্গলবার সকালে যখন চামটার জঙ্গলের কাছে মাছ ধরছিল সেই সময় হটাৎ একটি বাঘ নৌকার উপরে লাফিয়ে পরে চিরঞ্জিত মন্ডল নামে এক মৎসজীবীকে তুলে নিয়ে