রাজ্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর এই প্রথম ঝাড়গ্রামে এলেন শমীক ভট্টাচার্য। শনিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে শমীক ভট্টাচার্যকে সংবর্ধনা জানানোর জন্য ঝাড়গ্রাম জেলা বিজেপির তরফ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত নয়াগ্রাম , গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম , বিনপুর বান্দোয়ান, শালবনি ও গড়বেতা এই সাতটি বিধানসভার বিজেপির নেতৃত্বরা সংবর্ধনা সভায় হাজির ছিলেন।