আজ অর্থাৎ শনিবার সকাল আনুমানিক দশটা নাগাদ ফলতা ব্লকের অন্তর্গত উত্তর বাসুল্লাট এলাকায় গ্রামবাসীবৃন্দের পক্ষ থেকে মনসা পূজোর আয়োজন করা হয়। মনসা পূজো শেষে ভেলা ভাসানো অনুষ্ঠানে সামিল হয় এলাকাবাসীরা বাদ্যযন্ত্র সহকারে ভেলা ভাসানো অনুষ্ঠান শুরু করা হয়েছে আর আপনারা সেই ছবি দেখছেন কেবলমাত্র পাবলিক অ্যাপ ক্যামেরার মাধ্যমে।