গাড়ির টায়ারের টিউব গরুর গলায় বেঁধে তিস্তা নদী পথে গরু পাচারের ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল মেখলিগঞ্জে। সেই সময় কুচলিবাড়ি থানার পুলিশ ২৫ টি গোরু উদ্ধার করে। পরবর্তীতে বিএসএফ আরও ২২ টি গোরু উদ্ধার করে তিস্তা চরে। এই ঘটনায় দুই পুলিশ আধিকারিককে ক্লোজ করে জেলা পুলিশ। সেই ঘটনায় গরু পাচারের মাস্টার মাইন্ড আব্দুল জলিলকে গত আগস্ট মাসের ২৮ তারিখ গ্রেফতার করে কুচলিবাড়ি থানার পুলিশ। তাকে চার দিনের হেফাজতে নেয় কুচলিবাড়ি থানার পুলিশ।