নির্বাচনের আগে CPI(M) ও তৃণমূলের ভাঙ্গন,রবিবার বিকেল পাঁচটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরের একটি বেসরকারি আবাসনে CPI(M) ও তৃণমূল থেকে ৩৩ জন সক্রিয় কর্মী BJP তে যোগদান করলো, এমনটাই দাবি বিজেপির,এই দিন নব BJP কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংগঠনিক ঝাড়গ্রাম জেলা BJP র সভাপতি তুফান মাহাতো,এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য BJP র SC মোর্চার সাধারণ সম্পাদক মদন রুইদাস,রাজ্য কমিটির সদস্য প্রদীপ লোধা সহ অন্যান্যরা।