রাজনগর ব্লকের লাউবেড়িয়া গ্রামে গভীর রাতে বজ্রপাতের জেরে বাড়ির ভিতরের দেওয়াল ধসে পড়ে আতঙ্ক ছড়ায়। এতে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন এবং ঘরের জিনিসপত্র মাটি চাপা পড়ে যায়। বর্তমানে পরিবারটি আশ্রয়হীন ও অসহায় অবস্থায় রয়েছে বলে জানা গেছে। প্রবীণা মায়া সাহা বৃহস্পতিবার এ বিষয়ে রাজনগর বিডিও অফিস ও থানায় লিখিত অভিযোগ জানিয়ে সরকারি সাহায্যের আবেদন করেছেন বলে জানিয়েছেন।