উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, ফুঁসছে তিস্তা–জলঢাকা, লাল সতর্কতা জারি উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে ঘন মেঘলা আকাশ। পাহাড় এবং সমতলে গত দুদিন ধরে অবিরাম বর্ষণের জেরে গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। রবিবার সকাল ৮টায় ব্যারেজ থেকে জল ছাড়া হয় প্রায় ১১৫৮ কিউমেক। ফুঁসছে তিস্তা ও জলঢাকা নদী। ইতিমধ্যেই তিস্তায় লাল সতর্কতা জারি হয়েছে। মেখলিগঞ্জ