শ্বশুর বাড়িতে নাবালিকা মেয়েকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। রবিবার ময়নাতদন্তের পর মেয়ের নিথর দেহ ইটাহারের কালোমাটিয়া এলাকায় জাতীয় সড়কে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বধূর পরিজনেরা। দীর্ঘক্ষণ পর ইটাহার পুলিসের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা। লিখিত অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, মৃত বধূর নাম নিলুফা ইয়াসমিন(১৭)।