বৃহস্পতিবার সকাল এগারোটায় বালুরঘাট রেল স্টেশনের কাজ পরিদর্শন করতে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কীরেন্দ্র নাড়া। বালুরঘাট রেল স্টেশনে অমৃত ভারতের কাজ চলছে। সেই সব কাজের অগ্রগতি দেখতেই এদিন স্টেশন পরির্দশনে আসেন রেলের আধিকারিকরা। এছাড়াও স্টেশনে পিট লাইন ও সিক লাইনের কাজ চলছে। পিট লাইনের কাজ শেষ হয়েছে। সিক লাইনের কাজ খুব দ্রুত শেষ হবে বলে জানানো হয়েছে। এদিন স্টেশন পরিদর্শনে ডিআরএমের সঙ্গে ছিলেন রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।