বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভৌর গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলা পরিচালিত এক সংঘ সমবায়ের টাকাপয়সা তছরুপের অভিযোগে তিন মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার কুমারগঞ্জ থানার উদ্যোগে ওই তিনজনকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আদালতের সরকারি আইনজীবী অলিপ বসাক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সাংবাদিকদের জানান।