ঘটনাটি বৃহস্পতিবার তুফানগঞ্জ শহর লাগোয়া সুভাষপল্লী এলাকার ঘটনা। ঘটনায় জখম ওই শ্রমিকের নাম বিমল চূর্ণকর। তার বাড়ির সুভাষপল্লী এলাকায়। জানা গিয়েছে ওই ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় একটি কারখানায় কাজ করতে ছিলেন। হঠাৎ করেই অসাবধানতাবশত লোহা কাটা মেশিন তার পায়ে লেগে যায়। অন্যান্য সহকর্মীরা দ্রুত তাকে নিয়ে আসে তুফানগঞ্জ হাসপাতালে। তার পায়ে একাধিক সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্র খবর।