Hingalganj, North Twenty Four Parganas | Oct 2, 2025
মারামারির ঘটনায় লেবুখালী এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ৩ যুবককে আটক করল থানার পুলিশ হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় মদ্যপান করে বেশ কয়েকজন যুবক মারামারি করছিল। সেই সময় ওই লেবুখালী বাসস্ট্যান্ডের কিছু দূরেই টহলদারি হিঙ্গলগঞ্জ থানার পুলিশ দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে মদ্যপানকারী ওই বেশ কয়েকজন যুবকের মধ্যে তিন যুবককে হাতেনাতে ধরে ফেলে। তাদের দ্রুত উদ্ধার করে স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতলে প্রাথমিক চিকিৎসা করায়। তারপর তাদের আটক করে হি