মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার জয়পুর গ্রাম পঞ্চায়েতের ভালকুন্দি হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, খড়গ্ৰাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত, খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনী দাস, OC সুরজিৎ হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আখতারা বিবি,জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি সহ একাধিক বিশিষ্টজনেরা।