Baruipur, South Twenty Four Parganas | Aug 23, 2025
পিটিয়ে খুন বারুইপুরে বিজেপির বুথ সভাপতি, ভিডিও প্রকাশ করা হলো বিজেপি পক্ষ থেকে । গত আগস্ট মাসের ১১ তারিখ বারুইপুরে 15 নম্বর ওয়ার্ডের বিজেপির ওয়ার্ড বুধ সভাপতি খুন । খুন রাজীব বিশ্বাস (২২) বৎসর), বিজেপির বারুইপুর মিউনিসিপ্যালিটির ১৫ নং ওয়ার্ডের ১২৯ নং বুথের সভাপতি। বিজেপির অভিযোগ ৮ই আগস্ট রাত্রে বিজেপি পার্টি করার অপরাধে রাজীব কে তাঁর বাড়ীতে প্রচন্ড ভাবে মারধোর করে এবং মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় হয়।