রবিবার বিকেলে রানীরঘাটে গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে যায় এক কিশোর,সন্ধান পেতে সোমবার সকালে কোচবিহারের দিনহাটার বাসিন্দা বৈষ্ণব ধর্মে দীক্ষিত জয় সরকার ওরফে জগন্নাথ দাস(১৬) নামে কিশোরের খোঁজে নামানো হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুরি সহ অন্যান্য কর্মীদের,সূত্রের খবর প্রায় দু মাস আগে পীরতলা রাধা ব্রজমোহন কুঞ্জ নামে একটি আশ্রমে দীক্ষিত হয় ওই কিশোর,আশ্রমের প্রধান অধ্যক্ষ জানান,ওই কিশোর প্রতিদিনের মতো রবিবার বিকেলে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যায়।