ধান পাকার আগেই পশ্চিম ডামডিম এলাকায় বুনো হাতির দলের হামলায় ক্ষতিগ্রস্ত হল পাচ বিঘা জমির ধান গাছ,এলাকায় আতঙ্ক জানা গিয়েছে এদিন ভোরে পার্শ্ববর্তী আপালচাদ জঙ্গল থেকে ১০টি হাতির একটি দল বেড়িয়ে এসে পশ্চিম ডামডিম এলাকায় ধান খেতের মধ্যে ঢুকে পড়ে। সেই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল। তাই হাতির উপস্থিতি টের পেয়েও হাতি তাড়াতে সাহস দেখায়নি কেউই।