জাঁকজমকপূর্ণভাবে শনিবার গ্রহরাজের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল মঙ্গলকোটের নতুনগ্রামে। এদিন আনুমানিক রাত ৯টা নাগাদ উৎসব প্রাঙ্গণে গিয়ে হাজির হন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। সঙ্গে ছিলেন ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি মাসুদূর রহমান সহ অনান্যরা। জানা গিয়েছে, এদিন ধুমধাম করে পুজা অর্চনার ব্যবস্থা করা হয়। আর এই বিশেষ পুজো উপলক্ষ্যে সেখানে ভীড় জমান ভক্তরা। রাতে উৎসব প্রাঙ্গণে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় ভক্তদের।