অবশেষে উদ্ধার হল ভুবনডাঙ্গা থেকে নিখোঁজ হওয়া কিশোর। বোলপুর থানার তৎপরতায় হাওড়া গোলাবাড়ি থানার এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ই আগস্ট ২০২৫ থেকে নিখোঁজ ছিল ভুবনডাঙ্গার মহম্মদ আফজল। টানা খোঁজাখুঁজির পর অবশেষে তাকে উদ্ধার করতে সক্ষম হয় বোলপুর থানার পুলিশ। নিখোঁজ কিশোরকে ফিরে পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবার-পরিজন। খুশির আবহাওয়া তৈরি হয়েছে সমগ্র ভুবনডাঙ্গা এলাকায়।