অবৈধ সম্পর্কের জেরে জঙ্গলমারা বিষ খেয়ে আত্মঘাতী যুবক। মৃতের নাম অরূপ পাগড়ে (২৪) দেওয়ানদিঘী থানার বালিসা গ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে পাশের গ্রাম নাড়াগোয়াল এলাকার এক মহিলার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সেই মহিলায় তাকে নানান কারণে ব্ল্যাকমেইল করত বলে পরিবারের দাবি। এমনকি মহিলার এর আগেও বহু ছেলের সঙ্গে এই ধরনের কাজ করেছে বলে দাবি করে পরিবার সদস্যদের। আর ওই মহিলার ভয় দেখানোতেই সে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি