খনি অঞ্চলে আবার সক্রিয় লোহা চোরেরা, কেটে পালালো একটা আস্ত হেড গিয়ারের লোহার পিলার। অন্ডালের সিদুলি ৫ নম্বর এলাকার একটা পরিত্যক্ত খনির আস্ত চাণক্যের হেড গিয়ারের তিনটি লোহার পিলার কেটে চম্পট দিল চোরের দল। প্রশ্ন উঠছে ই সি এল এর নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব নিয়ে। সোমবার স্থানীয় বাসিন্দাদের কয়েকজন প্রাতকৃত করতে বন্ধ চাণক্যর দিকে গিয়ে লক্ষ্য করেন কোলিয়ারির চাণক্যের চারটি পিলারের মধ্যে তিনটি পিলার কাটা, ফলে একদিকে হেলে গেছে পুরো চাণকের খাঁচাটি।