অষ্টাদশ পুরানের অন্যতম পদ্মপুরাণ পুঁথি পাঠ প্রতিযোগিতা। বিশালগড়ে ত্রয়ী সামাজিক সংস্থার উদ্যোগ সোমবার শুরু হয় এক দিবসীয় বিশালগড় মহকুমা ভিত্তিক প্রাইজমানি পদ্মপুরাণ পুথি পাঠ প্রতিযোগিতা। সোমবার দুপুরে ঘটিকায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, উপস্থিত ছিলেন বিশিষ্ট পদ্মপুরান গবেষক হরে কৃষ্ণ আচার্য, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস সহ অন্যান্যরা।