খুব শীঘ্রই "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি মডেল ক্যাম্প হবে ঝালদা ২ নম্বর ব্লক এলাকায় । সেখানে পঞ্চায়েতের তিনটি স্তরের নির্বাচিত জনো প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা । তাই দল থেকে নির্বাচিত সেই সমস্ত প্রতিনিধিদের নিয়ে আজকে তৃণমূলের তরফে একটি আলোচনা সভার আয়োজন করা হলো কোটশিলা পার্টি অফিসে ।