এমনিতে ঝরে লন্ডভন্ড গোটা এলাকা পশ্চিম মেদনীপুর জেলার গরবেতা থানার অন্তর্গত করমসোল এলাকাতে কয়েকশো গাছ ভেঙে পড়ল বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট বন্ধ পূজা প্যান্ডেল ভেঙে পড়েছে তিন থেকে চার মিনিটে ঝরে লন্ডভন্ড গোটা এলাকা এমনই পরিস্থিতি দুর্দশা মূলক ছবি উঠেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায়।