শহর বর্ধমানে শুক্রবার দুপুর একটায় মোটরসাইকেল চারচাকা থেকে শুরু করে টাউন সার্ভিস বাসের এয়ার হর্ন খুলে নিলো পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ। এদিন বর্ধমান শহর ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটে বেশ কিছু মোটরসাইকেল থেকে শুরু করে বাসের এয়ার হর্ন খুলে নিলো। অতিরিক্ত শব্দদূষণ রুখতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগ।