দার্জিলিং মেলের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। সোমবার রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়া এলাকায়। জানা যায়, প্রত্যেকদিনের মতো এদিন হলদিবাড়ি রেল স্টেশন থেকে দার্জিলিং মেইল ট্রেনটি রওনা দেয়। এরপর হলদিবাড়ি স্টেশন থেকে বেরিয়ে রেলওয়ে কিলোমিটার ২৭/৫ এর পাশে ঘটনাটি ঘটে। এরপর স্থানীয়রা ছুটে আসে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি কর্মী ও হলদিবাড়ি থানার পুলিশ।