২০২৩ সালের ৪ ঠা অক্টোবর তিস্তা নদীতে হড়পা বানের কারণে কালিম্পং জেলার অন্তর্গত রংফু এবং তারখোলা এলাকার প্রচুর পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এখনো গৃহীন হয়ে রয়েছে পাহাড়ের প্রচুর মানুষ। অবশেষে ক্ষতিগ্রস্ত ৮৮ টি পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। রবিবার GTA এর সদর দপ্তর দার্জিলিং এ লালকুঠিতে একটি বৈঠকের মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হয়।