ম্যাক্স বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় আনুমানিক বছর ৫৫ বয়সের পথচারী এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল চারটে নাগাদ হাড়োয়া -বেড়াচাঁপা রোডের হামাদামা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে বোলেরো গাড়িটি বেড়াচাঁপা থেকে হাড়োয়ার দিকে যাচ্ছিল,হামাদামা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি ইঁটের টালে ধাক্কা মেরে পথচারী ও ব্যক্তিকে ধাক্কা মারে, গাড়ির ধাক্কায় রাস্তা থেকে ছিটকে পাশের নয়নজলিতে পড়ে যান