ইভটিজিং এর অভিযোগ কে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর এর ডাটিউন গ্রামে বসেছিল সালিশি সভা। যেখানে এক যুবককে মারধর করার খবর পেয়ে তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছায়। আর ওই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশ কর্মীদের। ঘটনায় পাঁচজন পুলিশ কর্মী আহত। গাড়ি ভাঙচুর করার সাথে বাস লাঠি দিয়ে পুলিশের উপর হামলা চালানো হয় বলো অভিযোগ। ঘটনায় পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এলাকা জুড়ে এখন থমথমে পরিস্থিতি। ঘটনা জুড়ে রাজনৈতিক তরজা শুরু।