ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টিতে ফুলে ফুঁপে উঠেছে কালচিনি ব্লকের পানা নদী। সেন্ট্রাল ডুয়ার্স থেকে কালচিনির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। রাধারানী এলাকায় পানা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর দুপাশে আটকে রয়েছে প্রচুর গাড়ি ও মানুষ। এলাকার বাসিন্দারা জানান পানা নদী জল বাড়লেই সেণ্ট্রাল ডুয়ার্স এলাকার প্রায় কুড়ি হাজার বাসিন্দা সমস্যায় পড়ে কেননা পুরো নদীতে ব্রিজ না থাকায় যাতায়াত বন্ধ হয়ে পড়ে। সমস্ত রসদ যাওয়া বন্ধ হয়ে যায়।