প্রবল বৃষ্টিপাতের ফলে দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বেলসাড়া ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ের উপর দিয়ে প্রবল স্রোতে জল বইছে। ফলে আপাতত এই কজওয়ে দিয়ে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় দশটি গ্রামের মানুষ এই কজওয়ের উপর নির্ভরশীল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কজওয়ে ডুবে যাওয়ার কারণে স্কুল, বাজার ও জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।