তৃণমূল নেতার পুজো,থিম DVC'র জলে বন্যা,সেটাকে সরকারি স্ট্যাম্প লাগানোর জন্য এসেছে DM,SDO।ঘোষপুর সর্বজনীন দুর্গোৎসব নিয়ে আক্রমণ করলেন খানাকুলের বিজেপি বিধায়ক।জানা গেছে,খানাকুলের ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্রের পরিচালনায় দুর্গাপুজোয় এবার থিম করা হয়েছে"DVC'র জলে খানাকুলের আর্তনাদ"।কয়েকদিন আগেই সেই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী,শুক্রবার সেই পুজো পরিদর্শনে আসেন হুগলির জেলার DM ও আরামবাগ SDO।সরকারি অধিকারিকদের পরিদর্শনকে এদিন আক্রমণ করলেন বিধায়ক।