খবর পেয়ে বুধবার সন্ধ্যায় দেহটিকে উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ।। পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবব্রত অধিকারী (৪৬) । ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমোতে পারছিলেন না এমনটাই পরিবারের তরফ থেকে জানা যায়। আজকে বিকেলে ঘরের পিছনে ফাঁস লাগায় সে। খবর পেয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করেছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দেহটিকে পাঠানো হবে।