জয়ী সেতু তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল। এমন ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জ মহকুমার জনমানসে। জানা যায় জয়ী সেতু নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছিলো সামাজিক মাধ্যমে। ভিডিও ভাইরালের পরেই তরিঘরি সেই ভিডিও সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু জনমানসে ক্ষোভ রয়েই গেছে। যে এই ভিডিও তৈরি করে শেয়ার করেছেন, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করুক প্রশাসন বলে দাবি উঠছে।