দীর্ঘক্ষণ খড়গপুর হাসপাতালে এমার্জেন্সির বাইরে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল খড়্গপুরে। বেশ কিছুক্ষণ সেখানে পড়ে থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভেতর। খড়গপুর মহকুমা হাসপাতালের এই ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠাল স্বাস্থ্য দপ্তর, মেদিনীপুরে জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।