পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কে মফস্বল থানার বীরগিড়ী এলাকায় বাঁকা পুলের কাছে কালী মন্দিরে মা কালীর বিগ্রহ ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতীরা । ঘটনাটি নিয়ে সোচ্চার হয় এলাকার বিজেপি নেতৃত্ব । ঘটনাস্থলে যান পুরুলিয়ার বিজেপি সুদীপ মুখার্জী । তারই পরিপ্রেক্ষিতে আজ রাতে বিধায়কের নেতৃত্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানানো হলো পুরুলিয়া মফস্বল থানায় ।