দুবরাজপুরের ফকিরবাবার ময়দান ও মেহেদি অনুষ্ঠান মঞ্চে শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো মখদুম্ আশরফ সমিতির রজত জয়ন্তী বর্ষের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডব্লুউ.বি.এস.আর.ডি.এ.-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী সুদীপ্ত ঘোষ, সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক দেবব্রত সাহা, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।