দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা-আসানসোল রেলপথে সাঁতুড়ি থানার অন্তর্গত মধুবনপুর গ্রামের পাশে একটি ব্রিজের নীচ থেকে আনুমানিক বছর 40এর এক যুবকের মৃতদেহ মঙ্গলবার উদ্ধার করেছে পুরুলিয়ার সাঁতুড়ি থানার পুলিশ ।সাঁতুড়ি থানার পুলিশ ঐ দেহটির ময়নাতদন্ত করায় পুরুলিয়া গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে।একদিন পার হয়ে গেলেও এখনো ঐ যুবকের পরিচয় পায় নি পুলিশ।