“আমাদের পাড়া, আমাদের সমাধান”— হরিহরপাড়ায় শুরু বিশেষ কর্মসূচি “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির সূচনা হলো হরিহরপাড়ায়। শনিবার সকালে হরিহরপাড়া থানার অন্তর্গত হরিহরপাড়া, চোয়া এবং রুকুনপুর অঞ্চলে আয়োজিত হয় এই বিশেষ কর্মসূচি। উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া, বিধায়ক নিয়ামত শেখ, জয়েন্ট বিডিও আমস তামাং, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক। একটি গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথ এলাকার বাস