ঝাড়গ্রামে অবৈধ বালি কারবারে ইডির নজর। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপীবল্লভপুর ২ নং ব্লকের চোরমুন্ডি এলাকায় এক বালি ব্যবসায়ীর অফিসে হানা ইডির আধিকারিকদের। অবৈধ বালি কারবার রুখতে ফের ইডির তল্লাশি অভিযান। সোমবার সকাল থেকেই ঝাড়গ্রামের একাধিক এলাকায় ইডির একটি বড় টিম ম্যারাথন তল্লাশি শুরু করেছে। বেলিয়াবেড়া থানার কুলিয়ানা অঞ্চলের চোরমুন্ডি সহ প্রায় ছয়টি জায়গায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।