ট্রেন চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি হস্তিশাবক। এমনটাই জানাইছে রেল দপ্তর সূত্রে শুক্রবার সকাল আটটা নাগাদ। ডাউন কবিগুরু এক্সপ্রেসের লোকোপাইলট গতকাল রাত দুটো দশ মিনিট নাগাদ লক্ষ্য করে রেল লাইনের মাঝে একটি হস্তিশাবক তারা ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন দাড় করিয়ে দেয়। পরবর্তীতে হস্তিশাবক জঙ্গলে চলে গেলে পূনরায় গাড়ি চলে। প্রায় 23 মিনিট হস্তিশাবক রেল লাইনে দাড়িয়ে ছিল। সুত্রের খবর এটি নাগরকাটা ও চালসার মাঝামাঝি এলাকার ঘটনা।