গাজোল ব্লক আই এন টিটি ইউ সির উদ্যোগে গাজোল ব্লক গেটের সংলগ্ন বিশ্বকর্মা পূজা উপলক্ষে খুঁটি পূজা অনুষ্ঠিত হয় ।খুঁটি পূজার মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজার প্রস্তুতি শুরু হয়ে গেল ।খুঁটি পূজার পর বিশ্বকর্মা পূজা উপলক্ষে জোর কদমে চলছে প্যান্ডেলের কাজ। এবার এই পুজো ১৫ তম পূজো অনুষ্ঠিত হবে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। গাজোল ব্লক আই এন টিটি ইউসি সভাপতি অরবিন্দ ঘোষ শুক্রবার বেলা দুটো নাগাদ বলেন প্রতিবছর গাজোল ব্লক গেট সংলগ্ন গাজোল ব্লক আই এন টিটি সির উদ্যোগে প্র