অভয়ার বাবার 'বিতর্কিত' মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলায় বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে কোনও প্রমাণই দিতে পারলেন তাঁর আইনজীবী ফিরোজ এডুলজি। উল্লেখ্য, বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতের ১৫ নম্বর বিচারকের এজলাসে এই মামলার শুনানি ছিল। অভয়ার বাবা এদিন আদালতে আসেননি। তাঁর পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি ছিলেন। ঠিক কী কুণাল ঘোষের বিরুদ্ধে অভয়ার বাবা বলেছেন, তা জানতে পেনড্রাইভ চাইলেন আইনজীবী ফিরোজ এডুলজি।