মঙ্গলবার শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিক্ষা বিভাগের সহযোগিতায় আরোহণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো এক “মেন্টর–মেন্টি ওরিয়েন্টেশন কাম ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম”। এই অনুষ্ঠানে জেলাআয়ুক্ত উনার বক্তব্যে শিক্ষার্থীদের জীবনে সঠিক দিশা দেখাতে মেন্টর–মেন্টি প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের সীমার মধ্যে আবদ্ধ নয়,বরং সঠিক দিকনির্দেশ ও অনুপ্রেরণা পাওয়াই একজন শিক্ষার্থীর জীবন গড়ার মূল চাবিকাঠি।