ফতেসিংপুর এলাকায় এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর এদিন সন্ধ্যায় দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃতার নাম কালিবালা দে, বয়স আনুমানিক ৭৯ বছর। জানা গেছে, এদিন সকালে বাড়ির মধ্যে বৃদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।