নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও হয়নি DSA এর বার্ষিক সাধারণ সভা, অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের একাংশ। এদিনের এই সাংবাদিক বৈঠকে সুপ্রিয় মিত্র জানান,এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিষয়টি DSA এর সভাপতি তথা জেলা শাসকের সামনে বার্তা দেওয়া হচ্ছে যাতে তিনি দ্রুত হস্তক্ষেপ করে। এর পাল্টা দিয়ে DSA এর সাধারণ সম্পাদক সুব্রত দত্ত বলেন,জেলা ক্রীড়া সংস্থা আইনের মাধ্যমেই আছে, আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।