কেন্দ্রীয় সরকারের তরফে অঙ্গনওয়াড়ি কর্মীদের চলতি মাসের ৩১ তারিখের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ কেওয়াইসি কাজ করা নির্দেশ দেওয়া হয়েছে। আর এ কেওয়াইসি করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের।তাই কেওয়াইসি বিরোধিতা করে হরিশ্চন্দ্রপুর সিডিপিও দপ্তরে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল। তৃণমূলের নেতৃত্বরা এই বিক্রমে অংশগ্রহণ করলো এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের যে দাবি সেই দাবি মত ব্যবস্থা হোক। অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি তুললেন।