শিশু শিক্ষা কেন্দ্রের মধ্যেই জমে বর্ষার জল, সেই জলে মাঝেমধ্যেই দেখা যায় বিষধর সাপ। কেউ বাচ্চাদের কোলে কোলে নিয়ে এসে স্কুলে দিয়ে যাচ্ছেন, কেউ আবার জল পেরিয়ে আসছে স্কুলে।প্রতিবছর বর্ষার সময় এই ছবিটা একই। জল নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার কারণে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকে স্কুলে জল। বিগত 10 দিন ধরে দাঁড়িয়ে রয়েছে স্কুলের বর্ষার জল। সমস্যার মধ্যে স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা।