মেদিনীপুর পৌরসভাতে খামখেয়ালি উপস্থিতি পৌরসভার কর্মীদের! অতর্কিত অভিযান চালালেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান শুক্রবার এগারোটা নাগাদ। জানা গেল অনেকেই-নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরেও প্রবেশ করছেন অফিসে। এমন ২৭ জনকে ধরে হুঁশিয়ারি দিলেন পৌর প্রধান।